সিঙ্গাপুরের এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে চীনের এজেন্ট হিসেবে কাজ করার ব্যাপারে দোষ স্বীকার করেছেন। ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে এ ধরনের ঘটনা সামনে এল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, সিঙ্গাপুরের নাগরিক জুন ওয়েই চীনের গোয়েন্দাদের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন। আলাদাভাবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, চীনের সেনাবাহিনীর সঙ্গে সে দেশের একজন গবেষক সম্পর্কের ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের কাছে তথ্য গোপন করেছিলেন।