বগুড়ায় নৈশবাসে তল্লাশি, ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সমকাল প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ১৮:৫০

বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার চণ্ডিহারা এলাকায় নৈশবাসে তল্লাশি চালিয়ে তিন নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দিনাজপুর থেকে ঢাকাগামী কোচে তল্লাশি চালায় শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল, ২ কেজি গাঁজা, হিরোইন ও ৩ লিটার ফেনসিডিল পাওয়া যায়। গ্রেপ্তার ৮ জন হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আব্দুল মতিনের স্ত্রী রহিমা বেগম, বরিশালের পাংসা এলাকার মোশারফ হোসেনের স্ত্রী রূপা বেগম, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারবর্তীপুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী মমতাজ বেগম, পাবনার কাশিনাথপুর উপজেলার বায়রা গ্রামের ছানাউল ইসলাম, একই জেলার মনিদহ গ্রামের জাহাঙ্গীর হোসেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বুলু মণ্ডল, একই জেলার জাহাজ কোম্পানি এলাকার খাজা মঈন উদ্দিন ও বরিশাল সদরের ফরহাদ হোসেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us