ফেসবুকে একটি ছবি ভাইরাল হবার পর নাগাল্যান্ডে কুকুরের মাংস বিক্রি নিয়ে প্রশ্ন উঠে। এরপরেই কুকুরের মাংসের বাণিজ্যিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ভারতের নাগাল্যান্ড। কুকুরের মাংস নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে- এ কথা জানান সে রাজ্যে মুখ্যসচিব টেমজেন টয়। তিনি বলেছেন, 'রাজ্য সরকার কুকুরের বাণিজ্যিক আমদানি ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা জারি থাকবে কুকুর মার্কেট, মাংসের ওপর। রান্না করা কিংবা কাঁচা যে কোনও ধরনের মাংস বিক্রি নিষেধ। রাজ্য মন্ত্রীসভার এই সিদ্ধান্ত প্রশংসনীয়।'