‘প্রাকৃতিক কারণেই ঢাকা একটি বন্যাপ্রবণ এলাকা। আর প্রাকৃতিকভাবেই বন্যার পানি সরে যেত। অথচ এই সিস্টেমটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে। কয়েকজন ভূমিদস্যুই ঢাকাকে ধংস করে দিল, এখন বন্যায় তো ভাসবেই। এই ভূমিদস্যুদের সঙ্গে বিভিন্ন বাহিনী, সরকারের লোক যুক্ত হচ্ছে। আবাসন, পুনর্বাসন আর প্রকল্পের নামে সমস্ত জলাশয় ভরাট করা হলো।’ কথাগুলো বলছিলেন, পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।