ট্রান্সশিপমেন্ট: প্রথম চালানের পণ্য ত্রিপুরায় পৌঁছেছে
প্রকাশিত: ২৩ জুলাই ২০২০, ১৮:১২
প্রথম চালানে আসা টিএমটি বার ও ডালজাতীয় পণ্যের চারটি কনটেইনার বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নিয়ে যাওয়া হয়। সেজন্য বাংলাদেশের কর্তৃপক্ষকে নির্ধারিত হারে মাশুল ও ফি পরিশোধ করেছে ভারত। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর থেকে অন্যান্য পণ্যের সঙ্গে ট্রান্সশিপমেন্টের চালানের চারটি কনটেইনার নিয়ে মঙ্গলবার ভোরে চট্টগ্রাম বন্দরে ভেড়ে বাংলাদেশি জাহাজ এমভি সেঁজুতি। জেটিতে ভেড়ার পর কন্টেইনারগুলো খালাস করা হয়।