সময় এসেছে বিশ্বে বাণিজ্যের সুযোগ কাজে লাগানোর: বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত: ২৩ জুলাই ২০২০, ১৫:৫৮
‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে। জাপান চীন থেকে বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। কোভিড-১৯-এর কারণে বিশ্বের ব্যবসা-বাণিজ্যের সুযোগ কাজে লাগানোর সময় এসেছে। আমাদের জন্য শুভদিন অপেক্ষা করছে। এই সুযোগ কাজে লাগাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ বৃহস্পতিবার (২৩ জুলাই) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এবং রিসার্স অ্যান্ড পলিসি ইনটিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) যৌথ আয়োজনে জুম প্লাটফর্মে ‘কোভিড-১৯ অ্যান্ড বাংলাদেশ ইকোনমি’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।কর্মশালায় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশও তা থেকে বিচ্ছিন্ন নয়। বাংলাদেশের অর্থনীতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে দ্রুত এগিয়ে যাচ্ছিল। কোভিড-১৯ শেষ হওয়ার পর আমরা আবার ঘুড়ে দাঁড়াবো। আমরা সেটা পারবো। পরিবর্তিত ও প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে অনেক কিছু হবে।’