দিঘুলীয়া থেকে টাঙ্গাইল পৌরসভার ৫ নং ওর্য়াডে সাকরাইল যাওয়ার পথে খালের পাশে একটি পাকুড় গাছ। কে বা কারা এই গাছটি রোপণ করেছিল, নাকি প্রাকৃতিকভাবেই এটি এখানে জন্মেছে তা কেউ জানে না। স্থানীয়দের ধারণা, এই গাছের বয়স অন্তত একশ বছ। পাকুড় গাছটি ইতিহাসের সাক্ষী এবং দর্শনীয় স্থানে পরিণত হয়েছিল।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) কাকডাকা ভোরে শতবর্ষী গাছটি উপড়ে পড়ে গেছে। অতিবৃষ্টি ও উজানের ঢলে যমুনাসহ জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার পানি প্রবেশ করেছে ওই এলাকায়। ফলে গাছটির গোড়া থেকে মাটি সরে গেছে।