মৃত চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি করে প্যাথলজি রিপোর্ট
প্রকাশিত: ২৩ জুলাই ২০২০, ০৮:৩৫
মৃত চিকিৎসকের স্বাক্ষর ব্যবহার করে প্যাথলজি রিপোর্ট দেওয়ায় বরিশালের এক ডায়াগনস্টিক সেন্টারের দুই মালিককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নামের শেষে ভুয়া পদবি ব্যবহার করায় এক চিকিৎসককেও সেই অভিযানে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং ওই ডায়াগনস্টিক সেন্টারটিও সিলগালা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বুধবার রাত ৮টার দিকে বরিশাল নগরীর জর্ডন রোড এলাকার দি সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস নামের ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান চালানো হয়। দণ্ডাদেশ পাওয়া তিনজন হলেন সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেসের চিকিৎসক নূর এ সরোয়ার সৈকত, ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক এ কে চৌধুর