বিনোদনের বিশ্ব একটু একটু করে এমনিতেই অনলাইনেই চলে যাচ্ছিল। এর মধ্যে মরামারির দিনে, লকডাউনে বিনোদন জগতের প্রায় পুরোটাই উঠে বসে আছে অনলাইনে। আর এই বেলা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে লেগে গিয়েছে দর্শকদের মনোযোগ আকর্ষণ করার মাধ্যমে অর্থ উপার্জনের যুদ্ধের দামামা, যাকে বলা হচ্ছে ‘অ্যাটেনশন ইকোনমি’। আর একবার একটা প্ল্যাটফর্মে অভ্যস্ততা তৈরি হয়ে গেলে সেটি ছাড়া দিন পার করা মুশকিল।