সুদূর অতীতে কোনো রকম মিনিট, সেকেন্ড বা ঘণ্টার কাঁটা ছাড়াই ঘড়ির প্রচলন ছিল, যার নাম সূর্য ঘড়ি। ধারণা করা হয়, মিসরীয়রাই প্রথম প্রকৃতি নির্ভর সূর্যঘড়ির প্রচলন করে। ইউরোপীয়রা যান্ত্রিক ঘড়ির রূপ দেয় ১৪ শতাব্দীতে। তারপর ধীরে ধীরে আবিষ্কৃত হয় ঘণ্টা, মিনিট, সেকেন্ডের কাঁটাযুক্ত ঘড়ির নানা বৈশিষ্ট্যপূর্ণ নকশা। ঘড়িতে যুক্ত হয় নানা ধরনের বৈচিত্র্য, তৈরি হয় ঘড়ি নিয়ে অনেক অজানা গল্পও। তেমনি এক বৈচিত্র্যপূর্ণ ঘড়ি সংবলিত টাওয়ার নিয়ে আজকের আয়োজন। সারা বিশ্বের সময় নির্ধারিত হয়ে থাকে গ্রিনিচ মান সময় অনুসরণে। তবে গ্রিনিচ মানের দিন এখন শেষ হয়ে আসছে বলা যায়। কারণ দিন এসেছে মক্কা মান সময়ের।