পাঁচ মিনিটে ৫০বার বজ্রপাত, ঘুমাতে পারেননি স্থানীয়রা
প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ১২:৫১
ফটোগ্রাফারের সামনে এল এমন এক মুহূর্ত, যার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। সাথে সাথে করলেন ফ্রেমবন্দি। একইসাথে তার ফ্রেমে ধরা পড়ল ৫০-এর বেশি বজ্রপাতের ছবি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর এক আগ্নেয়গিরির কাছে এমন বিরল দৃশ্য ধরা পড়েছে এক ফটোগ্রাফারের ক্যামেরায়।
মঙ্গলবার রাতে ক্যামেরায় ধরা পড়ে এই ঘটনা। তাছাড়া অগ্ন্যুৎপাতের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষ জানিয়েছে, এত ঘনঘন বজ্রপাত হয়েছে সেই রাতে যে, তারা বাজ পড়ার শব্দে সারা রাত প্রায় ঘুমাতেই পারেননি।