সোলাইমানি হত্যায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আঘাতের হুঁশিয়ারি
প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ০৯:১৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, ইরাকে জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের কথা ইরান কখনো ভুলবে না এবং অবশ্যই আমেরিকার বিরুদ্ধে পাল্টা আঘাত হানবে। মঙ্গলবার সন্ধ্যায় তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমির সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার জেনারেল সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। হামলায় ইরাকের হাশদ আশ-শা’বি বাহিনীর উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ উভয় দেশের আরও কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হন।