চট্টগ্রামের হাটহাজারীতে চিংড়ির ওজন বাড়াতে জেলি ও পোয়া-ফাইস্যা মাছকে তাজা দেখাতে রং মিশিয়ে বিক্রি করায় তিন মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৬৫ কেজি মাছ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই উপজেলার সরকার হাট মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ রুহুল আমিন।
তিনি জানান, জেলি ও রং মিশিয়ে মাছ বিক্রির অভিযোগ পেয়ে সরকার হাটের মাছ বাজারে অভিযান চালানো হয়। এ সময় সত্যতা পেয়ে তিন মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া এক মন জেলি মেশানো চিংড়ি, ২৫ কেজি রং মেশানো পোয়া ও ফাইস্যা মাছ উদ্ধার করা হয়েছে।