চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য পরিবহনের ‘পরীক্ষামূলক’ প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বাংলাদেশি জাহাজ ‘এমভি সেজুঁতি’। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে পণ্যবাহী চারটি কন্টেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায় বলে জাগো নিউজকে জানান বন্দর সচিব ওমর ফারুক।