নেপালের ৩ মন্ত্রণালয়ের সামনে থেকে বোমা উদ্ধার, উত্তেজনা চরমে
প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ১৩:০৭
ভারতের সঙ্গে মানচিত্র নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরে থেকেই সমস্যা বেড়েছে নেপালের। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে প্রবল বিক্ষোভ হচ্ছে নেপালের শাসকদল কমিউনিস্ট পার্টির ভিতরেই। এর মাঝেই মঙ্গলবার সকালে তিনটি মন্ত্রণালয় ও একটি প্রদেশের বিধানসভার বাইরে থেকে উদ্ধার হল তিনটি বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা।
স্থানীয় সূত্র বলছে, মঙ্গলবার সকালে নেপালের সুদূরপশ্চিম প্রদেশের বিধানসভা ভবন ও তার পাশে থাকা তিনটি মন্ত্রণালয়ের অফিসের সামনে সন্দেহজনক তিনটি বোমা পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা।