কানাডার জাতীয় উদ্যানে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৩
প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ১৩:১৭
কানাডার আলবার্টা প্রদেশে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনজন নিহত এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার জ্যাসপার জাতীয় উদ্যানে বাঁক নেয়ার সময় হিমবাহ থেকে গড়িয়ে পড়ে বাসটি। দুর্ঘটনার সময় চালকসহ বাসটিতে ২৭ জন ছিল। হেলিকপ্টারের মাধ্যমে হতাহতদের উদ্ধার করা হয়। আগতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।