যে কারণে আলিয়ার সঙ্গে প্রেমিকের ঘনিষ্ঠ দৃশ্যগুলো বাদ
প্রকাশিত: ২০ জুলাই ২০২০, ২১:৪৩
করোনার কারণে বহুদিন ধরে স্তব্ধ হয়ে ছিল বলিউডের সাম্রাজ্য। তবে আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে চাইছে এই ইন্ডাস্ট্রি। জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালি তাঁর আগামী ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র শুটিং শুরু করতে চলেছেন। এই ছবির জন্য তিনি মুম্বাইয়ে ফিল্মসিটির বুকে এক বিশালাকার, দামি সেট বানিয়েছিলেন। তবে সেটটির অবস্থা করুণ। এই ছবির মূল চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। তবে করোনার কারণে বানসালি চিত্রনাট্যে বদল আনতে চলেছেন।