সনদের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বাংলাদেশ বার কাউন্সিল থেকে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় ২০১৭ এবং ২০২০ সালে উত্তীর্ণ শিক্ষানবিশরা। এই দুই পরীক্ষার লিখিত ও ভাইভা গ্রহণ না করে শুধু প্রিলিমিনারি পরীক্ষার ভিত্তিতে আইনজীবী হিসেবে গেজেট প্রকাশের দাবি তুলেছেন তারা।
রোববার (১৯ জুলাই) রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ করেন শিক্ষানবিশ আইনজীবীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন তারা।