প্রাকৃতিক স্ক্রাবারেও ফিরছে না ত্বকের জেল্লা, জেনে নিন করণীয়
প্রকাশিত: ১৯ জুলাই ২০২০, ১২:২০
সৌন্দর্য চর্চায় আমরা কত কিছুই না করে থাকি। নামীদামী ব্র্যান্ডের কেমিকেল পণ্য ব্যাবহার করা হয়। তাতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণই বরং বেশি। অনেকে আবার ভরসা রাখেন প্রাকৃতিক অনেক টোটকায়। প্রাকৃতিক সৌন্দর্য উপকরণ ব্যবহার করেন। বিশেষ করে স্ক্রাবার। লবণ বা চিনির সঙ্গে মধু লেবুর রস মিশিয়ে ব্যবহার করেন ত্বকে। উদ্দেশ্য ত্বকের মৃত চামড়া সরিয়ে ত্বকের জেল্লা ফেরানো। সত্যিই কিন্তু এটা খুবই কার্যকর। স্ক্রাবের ফলে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। মরা চামড়া, ময়লা ও তেল দূর করে। সর্বোপরি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তারুণ্য ধরে রাখে। আচ্ছা এতো কিছুর পরও ত্বকের জেল্লা ফিরছে না। এই দুশ্চিন্তায় ভাজ পড়ছে ত্বকে আরো বেশি। এক্ষেত্রে আপনার হাতেই রয়েছে এর সমাধান।