প্রতিবারের মতো এবারও ঈদ বিনোদনে ব্যতিক্রমী গানের আয়োজন উইন্ড অব চেঞ্জের নতুন সিজন নিয়ে হাজির হয়েছে বেসরকারী টেলিভিশন চ্যানেল গানবাংলা। এবারের সিজনে বিশেষ চমক হিসেবে থাকছেন ডোয়েন জেমস জন ব্র্যাভো।
রোববার সকালে গানবাংলা চ্যানেলের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ফেসবুকে লিখেন, তাপস ফিচারিং ডিজে ব্রাভো কামিং সুন।