কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীতে এক যুবকের ঝাঁকি জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ডলফিন। যা গাঙ্গেয় ডলফিন বা শুশুক নামেও পরিচিত। ধরা পড়া ডলফিনটির ওজন প্রায় পাঁচ মণ ও দৈর্ঘ্য আট ফুট। তবে এটি বেশিক্ষণ জীবিত ছিল না। আর মৃত ডলফিনটি কেনার জন্য বিভিন্ন কবিরাজরা দর-কষাকষি করেন।
শনিবার বিকেলে উপজেলার বড়ভিটা ইউপির পূর্ব-ধনিরাম বুড়ির চর গ্রামের সুরত আলীর ছেলে বেলাল হোসেনের জালে ডলফিনটি ধরা পড়ে। ডলফিনটি বেশি দামে বিক্রি করতে রাত জেগে পাহারা দেয়া হয়েছে। এছাড়া এক নজর দেখতে উৎসুক মানুষ ভিড় করে।