দুই কোরিয়ার যৌথ অফিস গুঁড়িয়ে দেয়ার দায়ে এবার মামলা হলো কিম জং উনের বোন কিম ইয়োর বিরুদ্ধে। উত্তর কোরিয়ার এই ভবিষ্যৎ নেত্রীর বিরুদ্ধে এই মামলা হয়েছে দক্ষিণ কোরিয়ায়। জুন মাসে দুই দেশের সীমান্তের শূন্য রেখায় দুই কোরিয়ার যৌথ লিয়াঁজো অফিস গুঁড়িয়ে দেওয়া হয় কিম ইয়োর নির্দেশে। এই অভিযোগে মামলা করেছেন দক্ষিণ কোরিয়ার আইনজীবী।
গত কয়েক দশক ধরে উত্তরের প্রবল বিরোধী দক্ষিণ কোরিয়া। কিন্তু কয়েকটি যৌথ অনুষ্ঠানে সম্পর্কের বরফ গলিয়ে দুই দেশ কাছাকাছি এসেছিল। কিম ইয়ো দক্ষিণ কোরিয়ায় আসেন। এমনকি তার বড় ভাই কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মধ্যে সৌজন্যমূলক সাক্ষাৎকার হয়।