দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ শুরুর পর ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে সব পেশা ও সাধারণ মানুষের মধ্যে। বাড়তে থাকে আক্রান্ত, আতঙ্ক ও মৃত্যু। এ মরণব্যাধি ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হতে থাকে চিকিৎসক এবং এ পেশার সঙ্গে জড়িত স্বাস্থ্য কর্মকর্তারা। সর্বপ্রথম সিলেটের চিকিৎসক ডা. মো. মঈন উদ্দিনের মৃত্যুর পর থেকে লম্বা হতে থাকে এ পেশায় জড়িতদের আক্রান্ত ও মৃত্যুর তালিকা। তবে বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে ঢাকার চিকিৎসকদের মধ্যে এ প্রকোপ কমে আসছে।
রাজধানীর তিনটি বড় সরকারি হাসপাতালের পরিচালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।