টানা ১০ মাস চলে গন্তব্যে পৌঁছুল ৭৪ চাকার দানবীয় ট্রাক!
প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ১৬:২৭
অবশেষে গন্তব্যে পৌঁছল দৈত্যাকার ম্যামথ ট্রাক। ভারতের মহারাষ্ট্রের নাসিক থেকে কেরালার তিরুবনন্তপুরমে ১ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিতে অতিকায় এই ট্রাকটির সময় লেগেছে ১০ মাস!৭৪টি টায়ারে ভর করে ৭০ টন ওজনের বিশাল এই যান শামুকের গতিতে অতিক্রম করেছে পাঁচটি রাজ্য। শেষ পর্যন্ত শুক্রবার (১৭ জুলাই) তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রে পৌঁছেছে মহাকাশ অভিযানের উপযোগী গুরুত্বপূর্ণ যন্ত্র নিয়ে। বলা ভালো, সাধারণ ট্রাকের এই পথ পাড়ি দিতে সময় লাগে মাত্র ৫ দিন।