আবার রং পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও চীনের মধ্যে সংঘাত নিয়ে দুদেশকেই আশার বানী শোনালেন ট্রাম্প। এর আগে একতরফাভাবে ভারতকে ভালোবাসার কথা বললেও এবার সুর কিছুটা পাল্টে বললেন, চীনের মানুষকেও ভালোবাসেন তিনি। সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানায়, ভারত ও চীনের জনগণের মধ্যে শান্তি বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের প্রেস সচিব কালেলি ম্যাকেনি এই বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্প বলেছেন, আমি ভারতের মানুষকে ভালোবাসি এবং আমি চিনের মানুষকেও ভালবাসি। তাই জনগণের জন্য দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করতে চাই।’ এর আগে