ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হচ্ছেন তারা
প্রকাশিত: ১৭ জুলাই ২০২০, ১৭:৪৩
করোনাকালীন দুর্যোগের মধ্যেই আত্মপ্রকাশ করছে বাংলাদেশের নতুন চলচ্চিত্র উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’। আগামী ২৯ তারিখে শুরু হয়ে উৎসবটি শেষ হবে ৩১ জুলাই। দুর্যোগ বাস্তবতাকে মাথায় রেখে তিন দিনব্যাপি এই উৎসবের সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে অনলাইন প্লাটফর্মে।এটি আয়োজন করেছে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের প্লাটফর্ম ‘স্টেপ ফর সিনেমা’। আজ উৎসব কমিটির চেয়ারপারর্সন অনন্যা রুমা এবং উৎসব পরিচালক দীপান্ত রায়হান কর্তৃক প্রেরিত এক যুক্ত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।