দূষণমুক্ত পরিবেশের কথা বললেও চীন সর্বোচ্চ কয়লা ব্যবহারকারী!
প্রকাশিত: ১৭ জুলাই ২০২০, ১৬:৩১
দূষণমুক্ত ও পরিষ্কার পরিবেশ তৈরির প্রতিশ্রুতির জন্য সাধুবাদ অর্জন করা সত্ত্বেও চীন পরিবেশগত সুরক্ষা সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে দ্বৈত পন্থা অনুসরণ করছে। ড্রাগনরা এখনও বিশ্বে কয়লার সর্বোচ্চ উত্পাদনকারী হিসেবে রয়ে গেছেন।এশিয়া টাইমস জানিয়েছে, চীন দূষণমুক্ত পরিবেশ প্রচার করলেও নিজেরা রয়ে গেছে সেই বিপরীত পথেই। দেশটি বিশ্বের বৃহত্তম কয়লা উত্পাদনকারী এবং ভোক্তা। অথচ আনুষ্ঠানিকভাবে দূষণকারী জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস করার আহ্বান জানাচ্ছে। এক্ষেত্রে দেশটির পরিসংখ্যানগত ভোগের ধরণগুলো আলাদা গল্প বলছে।