করোনার পর যাত্রী নিয়ে প্রথম ঢাকা ছাড়ল টার্কিশের বিমান
প্রকাশিত: ১৭ জুলাই ২০২০, ১১:৩৭
করোনার প্রাদুর্ভাব ও তুরস্ক সরকারের নিষেধাজ্ঞার কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর ফ্লাইট চালু করল টার্কিশ এয়ারলাইন্স। শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১৩ নম্বর ফ্লাইটটি তুরষ্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকার বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে ইস্তাম্বুল থেকে ফ্লাইটটি শুক্রবার মধ্যরাতে ঢাকা পৌঁছায়।
টার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি ফ্লাইট চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।