ফেসবুক আইডি হ্যাক হলে কী করবেন, পরামর্শ দিলো পুলিশ
প্রকাশিত: ১৭ জুলাই ২০২০, ০৯:০৬
যারা ইন্টারনেট ব্যবহার করেন, কম-বেশি সবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত একটি অ্যাকাউন্ট রয়েছে। ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন বা হোয়াটসঅ্যাপ—এসব মাধ্যম ব্যবহারের ফলে যেমন এর উপকারিতা রয়েছে তেমনি অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে যায় তাহলে ভোগান্তির শেষ নেই। যদি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন? সেই পরামর্শ দেয়া হয়েছে বাংলাদেশ পুলিশ এর অফিসিয়াল ফেসবুক পেজে—
* প্রথমেই http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন। * এরপর “My account is compromised”-এ ক্লিক করুন। হ্যাক হওয়া অ্যাকাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২ টি অপশনের (ই-মেইল বা ফোন নাম্বার) যেকোনো একটির ইনফরমেশন দিন।