জিও টিভি প্লাস, এক প্ল্যাটফর্মে নেটফ্লিক্স-অ্যামাজন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জুলাই ২০২০, ০৯:০৯

জিও সেট টপ গ্রাহকদের জন্য নতুন প্ল্যাটফর্ম ‘জিও টিভি প্লাস’ নিয়ে এসেছে জিও। সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়েছে। সব জিও সেট টপ গ্রাহকরা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। জিও টিভি প্লাস ব্যবহার করে ১২টি প্ল্যাটফর্মের ওটিটি কনটেন্ট এক ক্লিকে দেখা যাবে। এই জন্য আলাদা করে প্রত্যেক অ্যাপে সাইন ইন করা লাগবে না।

জিও টিভি প্লাসে একটি মাত্র অ্যাপ থেকে বিভিন্ন প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে। একবার সাইন ইন করেই নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস হটস্টার, ভুট, সনি লিভ, জি ৫, লায়নসগেট প্লে, জিও সিনেমা, শিমারো, জিও সাভন, ইউটিউব, ইরোস নাও প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us