কৃষি জমির ওপর মডেল কলেজ নির্মাণ হবে। তাই তাদের জমি ছাড়তে নোটিশ করা হয়েছিল। দাবি করা হয় ওই জমি সরকারি। কিন্তু নোটিশ পাওয়ার পরেও জমি ছাড়তে রাজি হননি কৃষক দম্পতি। তাতেই ক্ষিপ্ত হয়ে প্রশাসনের পক্ষ থেকে জমির ফসলে বুলডোজার চালানো হয়। এতে বাধা দিলে কৃষক দম্পতিকে নির্মম প্রহার করে পুলিশ। এতেই ক্ষোভে ওই দম্পতি সন্তান ও পুলিশের সামনে কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা এলাকায়।