করোনাভাইরাস পরীক্ষায় প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া শাহেদকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতারের পর বুধবার (১৫ জুলাই) দিনগত রাতে সাতক্ষীরায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে আরো ৫৯টি মামলা রয়েছে।
এদিকে শাহেদকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিকমাধ্যম ফেসবুক ও ইউটিউবে এখন রিজেন্ট হাসপাতালের শাহেদ ও জেকেজি হাসপাতালে ডা. সাবরিনার ব্যঙ্গাত্মক ভিডিও’র ছড়াছড়ি। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইঞ্জামাম উল হক শাওন নামে ফেসবুক আইডি থেকে শাহেদের একটি টকশো অনুষ্ঠানের ভিডিও ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করা হয়েছে।