চলচ্চিত্র নির্মাণে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি নির্মাণ ব্যয় কমানোর লক্ষ্যে ও সুষ্ঠ পরিবেশ ফিয়ে আনতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠন ‘চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন কমিটি’ নামে একটি কমিটি গঠন করা হয়।
এতে শিল্পীদের কনভেন্স কমানোসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়। কিন্তু এই নীতিমালা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মানেনি। এসব কারণে সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট করা হয় সংবাদ সম্মেলন করে।