কয়েকটির জন্য সব আর্থিক প্রতিষ্ঠানের দুর্নাম হচ্ছে : বিএলএফসিএ
প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ২২:১৩
দেশের কয়েকটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কারণে পুরো খাতের বদনাম হচ্ছে। তারা খুব দুর্বল হয়ে পড়েছে এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারছে না। কিন্তু সব আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা খারাপ নয়। এ খাত থেকে ব্যাংক ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের একটি অংশ টাকা তুলে নিচ্ছে। এ অবস্থায় এসব ব্যর্থ প্রতিষ্ঠান পুনর্গঠনের মাধ্যমে পুরো খাতের ভাবমূর্তি উন্নয়ন করতে হবে। চলমান সংকটের মধ্যে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য তারল্য সংকট ও সংস্থান, অভ্যন্তরীণ সামর্থ্য এবং দেশের বন্ড মার্কেট বৃদ্ধির জন্য নন-ব্যাংক বা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) আরও এগিয়ে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)-এর নেতারা।