স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, দেশে করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে ৬৪ থেকে ৭৪ ভাগ বেড খালি থাকছে। আইসিইউয়ের প্রায় অর্ধেক খালি। স্বাস্থ্য অধিদফতরের প্রতিদিনের নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়। কিন্তু সুনির্দিষ্টভাবে কোন হাসপাতালে কতটি বেড, বা আইসিইউ বেড খালি আছে, ব্রিফিংয়ে তা বলা হয় না। ফলে করোনা আক্রান্ত রোগী, তাদের স্বজন বা জনসাধারণের পক্ষে খালি বেডের প্রকৃত তথ্য জানার উপায় থাকে না। দেশে প্রতিদিন তিন থেকে চার হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হওয়ার পরেও এত বেশি পরিমাণ বেড কী করে খালি থাকছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অধিদফতরের দেওয়া হাসপাতালে খালি বেডের পরিসংখ্যানে খোদ চিকিৎসকরাও বিস্ময় প্রকাশ করছেন। তারা বলছেন, মানুষ হাসপাতালে গিয়ে ভর্তি হতে পারছে না বলে প্রতিনিয়ত অভিযোগ পাওয়া যাচ্ছে। সেখানে এত বিপুল সংখ্যক বেড খালি থাকার খবর সরকারিভাবে জানানো হচ্ছে। এগুলো কি মিথ্যা শুনছি, নাকি গণমাধ্যম মিথ্যা লিখছে— সেই প্রশ্নও করেছেন কেউ কেউ।