ধলেশ্বরী নদী থেকে মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। তার পকেটে থাকা মোটরবাইকের ড্রাইভিং লাইসেন্স থেকে রাতে পরিচয় মিলেছে। এই যুবকের নাম মো. চুন্নু মিয়া (৩০)। সে রাজধানীর ১৫৩/৫ তেজগাঁও বাসিন্দা। ঝালকাঠি জেলার রাজাপুর থানার পুকুরজান গ্রামের মৃত মৌজালি খাঁর পুত্র সে। মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন জানান, ফোন পেয়ে রাতেই তার স্ত্রী শারমিন আক্তার মুক্তারপুরে এসে লাশ শনাক্ত করেছেন।