দুবাইয়ে জিম্মি তরুণীদের উদ্ধারে নেয়া হবে ইন্টারপোলের সহায়তা
প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ২১:৩৯
গত আট বছরে ২০/২২ বছর বয়সী হাজারের বেশি তরুণী-কিশোরীকে পাচার করেছে সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী একটি চক্র। যাদের দুবাইয়ে বিলাসবহুল হোটেলে মোটা অঙ্কের বেতনের চাকরি দেয়ার কথা বলে প্রলুব্ধ করা হয়েছিল। তাদের অনেককেই জিম্মি করে জোরপূর্বক পতিতাবৃত্তিতে জড়ানো হয়। দুবাইয়ে বাংলাদেশি এসব তরুণী-কিশোরীকে মুক্ত করতে এবং পাচারকারীদের ধরতে ইন্টারপোলের সহায়তা নেবার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রটি শুধু বাংলাদেশ নয়, পাশের দেশ ভারত, পাকিস্তান থেকেও মেয়েদের দুবাইয়ে পাচার করে পতিতাবৃত্তিতে জড়ায়।