পাইকার না আসা ধরলে ঠ্যায়ে (একবারে) মইরা যামু। ঋণের টাকা কি দিয়া দিমু? পেয়ারা আর কয়দিন গাছে রাখমু। পাঁকলে আবার দাম কম। গাছ থেকে পাড়লে আবার দুই-তিনদিন রাখলে পঁচা যায়। নাই কোনো পেয়ারা মজুদ করার ঠান্ডা ঘর। তাই কম দামেই পেয়ারা বেঁচি— এভাবেই বার্তা২৪.কমকে দুর্দশার কথা জানাচ্ছিলেন ভীমরুলি গ্রামের পরেশ নামে এক পেয়ারা চাষি।