হাসপাতালের বেডে শুয়ে আছে বিশালকায় এক গরিলা। তাকে ঘিরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর দল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির চিড়িয়াখানার বাসিন্দা অতিকায় সে গরিলাকে হাসাপাতলের বেড পর্যন্ত এনে নমুনা নিতে ঘাম ছুটে যায় গোটা হাসপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের। জানা যায়, কয়েকদিন ধরেই জ্বর আসছিল মায়ামির চিড়িয়াখানার ৩১ বছর বয়সী শ্যাঙ্গো নামক গরিলার। গত বুধবার (৮ জুলাই) সে তুমুল লড়াই করে তার ছোটভাই, ২৬ বছর বয়সী বার্নের সঙ্গে। কামড়াকামড়ি করে রক্তাক্ত অবস্থা। এরপর ৪৩৩ পাউন্ডের শ্যাঙ্গোকে হাসপাতালে এনে, বেহুঁশ করে, করোনা টেস্ট করতে হিমশিম অবস্থা। তবে শ্যাঙ্গোর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু তার শরীরের ক