ফ্রান্সের তুলুস শহরের একটি নাইট ক্লাবের পাশে গুলিবিদ্ধ হয়ে ফুটবলারের মৃত্যু হয়েছে। নিহত ফুটবলারের নাম ক্রিস্টোফার অরিয়ের, আইভরিকোস্টের নাগরিক। ফুটবলার ফ্রান্সের পঞ্চম সারির ক্লাব তুলুস রদেওর খেলোয়াড় ছিলেন তিনি।
স্থানীয় সময় সোমবার ভোরের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।