যদি প্রশ্ন করা হয়- সবচেয়ে বেশি ধৈর্যশীল কে? ধর্ম-বিশ্বাসের ভিত্তিতে এর অনেক রকম উত্তর আসবে। কেউ কোনো মানুষকে আবার কেউ কোনো জীব-জন্তুর কথা বলবে। কিন্তু 'না', কোনো ব্যক্তি কিংবা জীব-জন্তু সবচেয়ে ধৈর্যশীল নয় বরং সবচেয়ে ধৈর্যশীল হলেন মহান আল্লাহ তাআলা। তিনিই মানুষকে ধৈর্যশীল হওয়ার জন্য অনেক উপদেশ দিয়েছেন। এর বিনিময়ে ঘোষণা করেছেন অনেক নেয়ামত। কুরআনের বিভিন্ন প্রাসঙ্গিক বর্ণনায় তা ফুটে উঠেছে।
আল্লাহ তাআলা বলেন- 'হে ঈমানদারগণ! তোমরা ধৈর্যধারণ কর। (শুধু তা-ই নয়) ধৈর্যধারণে প্রতিযোগিতা কর।' (সুরা আল-ইমরান : আয়াত ২০০) কেন ধৈর্যধারণে প্রতিযোগিতা করতে হবে। কী হবে তাতে? এ প্রশ্নের উত্তরে মহান আল্লাহ বলেন- - 'ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে।' (সুরা যুমার : আয়াত ১০) - 'অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, নিশ্চয় তা দৃঢ়-সংকল্পের কাজ।' (সুরা শুরা : আয়াত ৪৩)