আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি গোয়েন্দা কার্যালয়ে জঙ্গিগোষ্ঠী তালেবানের গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু।সোমবার সামানগান প্রদেশের রাজধানী আয়বাকে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনডিএস) কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে তালেবান। খবর আল জাজিরার
প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ সেদিক আজিজি বলেন, তালেবানরা প্রথমে গাড়ি বোমা হামলার করে। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে চার বন্দুকধারী নিহতের মধ্য দিয়ে এটি শেষ হয়।দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ১১ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।