করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় বাড়িতেই ফিটনেস ধরে রাখতে অনুশীলন করে যাচ্ছেন মারিয়া। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো শুরু হবে নারীদের লিগ এমনটাই আশা তার। অনেকদিন ধরেই আন্তর্জাতিক আসরগুলোতে অংশ নেয়ার সুযোগ মিলছে না ছোটন শীষ্যদের। লিগে খেলতে পারলে আর্থিক নিশ্চয়তার পাশাপাশি নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন ফুটবলাররা। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফ কিংবা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাটানো অনুশীলনের মধুর এই মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির ফ্রেমে আটকে আছে। কারণ করোনার কারণে বন্ধ খেলাধুলা।