তারহীন প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারকারীরা কম-বেশি একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন। তা হলো ইন্টারনেট প্যাকেজের নির্ধারিত পরিমাণের ডেটা (সাধারণত মেগাবাইট বা এমবি) দ্রুত শেষ হয়ে যায়। ফলে ইন্টারনেট বিলে বাড়তি খরচ মেটাতে হয়। তবে কিছু কৌশল অবলম্বন করে ভালো সুবিধা পাওয়া যায়। যারা আইওএস ফোন ব্যবহার করেন, তাদের জন্য হিডেন ফিচার আছে। এর নাম ‘লো ডেটা মোড’। এখানে সেলুলার ডেটা কিংবা ওয়াইফাই কানেকশনের জন্য আলাদা সেটিং আছে। এছাড়া যারা অ্যানড্রয়েড ব্যবহার করেন তাদের অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ রাখার সুযোগ আছে।