একটানা বৃষ্টিতে নেপালের বিভিন্ন জায়গা ধসে যাচ্ছে, তিনদিনেই ৫৪ মৃত্যু
প্রকাশিত: ১৩ জুলাই ২০২০, ০৯:৪৪
প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ফলে গত তিনদিনেই নেপালের বিভিন্ন জায়গায় অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন এবং নিখোঁজ রয়েছেন ৩৯ জন। এরই মধ্যে গতকাল রবিবার মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। জানা গেছে, গত তিনদিনে ব্যাপক বৃষ্টিপাতের ফলে নেপালের ১৯টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় ধস নেমেছে। সরকারিভাবে উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করা হলেও প্রতিকূল পরিবেশের জন্য তা সম্ভব হচ্ছে না। এদিকে বৃষ্টির ফলে হওয়া ভূমিধসের কারণে গত তিনদিনে কমপক্ষে ৫৪ জনের মৃত্যু হয়েছে।