২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিগুলোর নির্মাতারা গত সপ্তাহেই হাতে পেয়েছেন অনুদানের প্রথম কিস্তির অর্থ। এর মধ্যে কেউ কেউ প্রি-প্রডাকশনের কাজ শুরু করলেও বেশির ভাগ নির্মাতা করোনার কারণে কাজ শুরু করতে পারছেন না। অথচ এবারের অনুদান পাওয়া ছবিগুলোর নির্মাতাকে শর্ত দেওয়া হয়েছে, প্রজ্ঞাপন জারির ৯ মাসের মধ্যে ছবির কাজ শেষ করে জমা দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে কি এটা সম্ভব? জানতে চাইলে ‘কাজল রেখা’র জন্য অনুদান পাওয়া নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমার মনে হয় না এত কম সময়ে ছবিটি জমা দিতে পারব।
করোনার কারণে প্রি-প্রডাকশনের কাজই করতে পারছি না। এখনো ছবির পাত্র-পাত্রী ঠিক করে উঠতে পারিনি। হয়নি পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি তৈরিও। আমার মনে হয় সরকারকে সময় বাড়াতে হবে। অবশ্য অনুদান নীতিমালার একটা জায়গায় উল্লেখ আছে যুক্তিযুক্ত কারণ দেখিয়ে সময় কিছুটা বাড়িয়ে নেওয়া যাবে। এখন দেখা যাক, মাত্র তো সময় শুরু।’