বর্ণবাদের প্রতিবাদে সরব ক্রীড়াঙ্গন। এবার ফ্রেঞ্চ মেজর লিগ খেলা শুরুর আগে মাঠে ৮ মিনিট ৪৬ সেকেন্ড হাঁটু গেড়ে ব্ল্যাক লাইভস ম্যাটারকে সমর্থন জানালো দু’দল। ম্যাচ শেষে বর্ণবাদ বিরোধী আন্দোলনে পুরোপুরি সমর্থন জানালেন মন্ট্রিল ইমপেক্ট কোচ থিয়েরি অঁরি। এদিকে, ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বুন্দেস লিগার নতুন মৌসুম।
আর, গোলরক্ষক হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেললেও মাটিতেই পা রাখছেন ডেভিড ডে হেয়া। বর্ণবাদের প্রতিবাদে ঝড় বইছে পৃথিবী জুড়ে। করোনার কারণে যেখানে বেঁচে থাকাটাই প্রশ্নাতীত। আক্রান্ত মানুষের আহাজারিতে ভারি পৃথিবী নামক গ্রহের বাতাস। সেখানে মানুষের মধ্যে বর্ণভেদে হতাশ ক্রীড়াঙ্গণের বড় বড় তারকারা। ফুটবলের পর কিছুদিন আগে ক্রিকেট শুরু হলে সেখানে দেখা মিলে ' ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে ক্রিকেটার সামিল হবার নজীর।