শেখ মুহাম্মদ হাসিম। নিজে মুসলমান হলেও ভালোবেসে বিয়ে করেছিলেন সনাতন ধর্মের গোপা চক্রবর্তীকে। স্ত্রীর কথামতো থাকতেন ঘরজামাইও। অটো চালিয়ে সংসারের চাকা ভালোই ঘুরাচ্ছিলেন তিনি। এভাবে কেটে যায় ৩০টি বছর। তবে এই সুখের দাম্পত্য জীবনে ফাটল ধরাল লকডাউন।