সাংগঠনিক দুর্বলতায় বারবার নির্বাচনে ভরাডুবি বিএনপির
প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ১৪:৩১
নিজেদের ব্যর্থতায় টানা প্রায় ১৫ বছরের মতো ক্ষমতার বাইরে থাকায় কোণঠাসা হয়ে পড়েছে বিএনপি। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনে আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হওয়া এবং পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবির আন্দোলন মুখ থুবড়ে পড়ায় রাজনীতির মাঠে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে বিএনপি। এরপর সাংগঠনিক দুর্বলতা ও ভুল সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়াটা যেন নিয়মে পরিণত হয়েছে দলটির।