চাঁদপুর জেলায় কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি। সে কারণে সেখানে করোনা সংক্রমণ পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ৮ জুলাই স্বাক্ষরিত অনুরোধপত্রটি শুক্রবার (১০ জুলাই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই পত্রে বলা হয়েছে, চাঁদপুরে ল্যাব না থাকায় করোনা সংক্রমণ পরীক্ষা করা অত্যন্ত সময়সাপেক্ষ। ফলে দ্রুত করোনা-আক্রান্ত রোগী শনাক্ত ব্যাহত হচ্ছে। সম্প্রতি চাঁদপুর মেডিক্যাল কলেজের সহায়তায় ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট কোভিড-১৯ সংক্রমণ শনাক্তকরণ পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে।ইতোমধ্যে দেশের বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় আরটি-পিসিআর ল্যাবে সংক্রমণ শনাক্তের কাজ শুরু করেছে এবং করোনা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।